প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ৬:২০:৪৪ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুরে চোর আখ্যা দিয়ে ব্যবসায়ীকে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ পোদ্দার বাজার ক্যাম্প পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক।
আটককৃতরা হলেন, বশিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ঊশিয়ার কান্দি গ্রামের মৃত ইছাক মিয়ার পুত্র আব্দুর রহিম (৫০) তার বড় ভাই আবুল কালাম আজাদ বাবুল (৫৫) এবং নন্দী গ্রামের আমির হোসেনের পুত্র শরাফত উল্যাহ শরীফ (৩৫)। আটকৃতদের নির্যাতিত ব্যবসায়ী মো. ফারুক হোসেনের পুত্র মহিন উদ্দিনের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক।
তিনি জানান, ঘটনায় জড়িত বাকিদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শনিবার দিবাগত রাতে চন্দ্রগঞ্জ থানায় নির্যাতিত ব্যবসায়ী ফারুক হোসেনের পুত্র বাদী হয়ে আটক তিনজনের নাম উল্লেখ করে এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেছে।
জানা যায়, শনিবার সকালে নোয়াখালী জেলার ৩নং পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের ব্যবসায়ী ও দক্ষিণ দশ ঘরিয়া গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা, সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার পোদ্দার বাজারে গেলে তাকে কতিপয় ব্যক্তি পেঁয়াজ চুরির অভিযোগ তুলে আটক করে বিদ্যুতের পিলারের সাথে তিন ঘণ্টা বেঁধে রেখে নির্যাতন করে।
পরবর্তীতে বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে কমিটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে কথিত সালিশ বৈঠক বসিয়ে তার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে স্বজনদের হাতে তাকে তুলে দেয়।