ময়মনসিংহ

বকশীগঞ্জ পৌরসভায় ১৩১ টি সড়ক বাতির উদ্বোধন

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা ১৩১টি সড়ক বা‌তির শুভ উদ্বোধন করা হয়েছে। শ‌নিবার ১১ জানুয়ারি রাতে শহরের জয়নালবাগ মোড়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উদ্বোধক ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,ওসি তরিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,শিলা সারোয়ার,শিল্প ও বনিক সমিতির সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন ও ঠিকাদার আবদুর রাজ্জাক প্রমূখ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, সাবেক মন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপির সার্বিক সহযোগিতায় আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৯ লাখ টাকা ব্যায়ে ৪ কিঃ মিঃ সড়কে ১৩১ টি খুটিতে আজ থেকে বিদ্যুতের আলো জ্বলবে। পর্যায়ক্রমে পৌর শহরের সকল সড়কে এই বিদ্যুৎতের বাতির ব্যাবস্থা করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by