প্রতিনিধি ২০ মে ২০২৪ , ৫:২৯:১৯ প্রিন্ট সংস্করণ
বিশ্ব মেট্রোলজি দিবসে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
সোমবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মো. মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ ও ক্যাবের সভাপতি এসএম নাজের হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আনিসুর রহমান, লুব রেফ লিমিটেডের এমডি মোহাম্মদ ইউসুফ, ক্যাবের সাধারণ সম্পাদক ইকবাল বাহার সাবেরী, যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর।এতে বক্তারা বলেন, টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ“।
সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। টেকসই উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক ব্যবসা-বাণিজ্য, টেকসই শিল্পায়ন, পরিবেশ সুরক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে মেট্রোলজি তথা সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ। আলোচনা সভায় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে চট্টগ্রাম বিএসটিআই ১০৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০৬টি মামলা করেছে।
সব মামলা নিষ্পত্তি করে ২২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ২৩৪টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিএসটিআই লাইসেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।