প্রতিনিধি ২২ মে ২০২৪ , ৭:৪৬:২৯ প্রিন্ট সংস্করণ
যশোরের অভয়নগর উপজেলার লাঠির আঘাতে মুন্নি খাতুন (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। বুধবার (২২ মে) সকালে অভয়নগর উপজেলার মাগুরা গ্রামে মায়ের লাঠির আঘাতে তিনি মারা যান। মুন্নী মাগুরা গ্রামের জসিম উদ্দিন মোল্লার মেয়ে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের মা মরিয়ম বেগমকে থানায় এনেছে।
স্থানীয় কয়েক ব্যক্তি ও পুলিশ জানিয়েছেন, মেয়ে মুন্নীকে বিয়ে দিয়েছিলেন তার মা-বাবা। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন। বুধবার সকাল ১০টার দিকে মায়ের সঙ্গে মুন্নীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মরিয়ম বেগম তার হাতে থাকা ধানের খড় পরিষ্কার করা বাঁশের লাঠি দিয়ে মেয়েকে আঘাত করতে উদ্যত হন।
অসাবধানবশত নাকের মাঝখানে লাঠির আঘাত লাগে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর গ্রাম্য চিকিৎসক ডেকে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেছেন, ঝগড়ার জেরে মায়ের লাঠির আঘাতে মেয়ে মুন্নী খাতুন মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের মরিয়ম বেগমকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।