প্রতিনিধি ২৩ মে ২০২৪ , ৬:৪১:৩০ প্রিন্ট সংস্করণ
বোয়ালমারী উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু।
বৃহস্পতিবার দুপুর ২টায় পৌর শহরের বিএফসি নামে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা নিয়ে বিজয়ী হলে সবাইকে নিয়ে তিনি সুন্দর বোয়ালমারী গড়তে চান। মন্ত্রী, এমপি এবং স্থানীয় সুশীল সমাজের সকলের সাথে সমন্বয় করে পরিকল্পনামাফিক বোয়ালমারীর উন্নয় করতে চান। অগ্রাধিকার ভিত্তিতে সুষম উন্নয়ন করা হবে। সে উন্নয়নের জন্য আপনাদের
(সাংবাদিক) সহযোগিতা চাই। আপনারা আমার পাশে থেকে সহযোগিতা করবেন।
এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পাদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি কাউকে ব্যক্তিগতভাবে সমর্থন দেননি। তাছাড়া যারা নির্বাচন করছে সবাই আওয়ামী লীগের লোক। কোন নির্দেশনা নাই বিধায় মন্ত্রীর ঘনিষ্ট কেউ কেউ আমার সাথে আছে, কেউ কেউ নিরব আছে।
ছাত্রলীগ, যুবলীগের অভিভাবক প্রয়োজন। সেই অভিভাবক হিসেবে তারা আমার সাথে আছে। তবে তারা আমার নিয়ন্ত্রণে আছে। তাদের নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।