বরিশাল

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রের কব্জি কর্তন, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন।

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৮:০১:৪২ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের কল্লাকাটা ব্রিজের নিকট গত মঙ্গলবার রাত ৮ টার দিকে পুর্ব শত্রæতার জের ধরে শোভন শর্মা শুভ নামে এক কলেজ ছাত্রের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে কিছু সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, শোভন শর্মা শুভ গতকাল রাতে মায়ের জন্য ওষুধ কিনে বাসায় যাচ্ছিলো এমন সময় কয়েকজন উঠতি বয়সের কিশোর গ্যাংয়ের সদস্যরা শুভকে ধরে বিদ্যূতের খুঁটির উপর হাত রেখে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে রাস্তায় বসে উল্লাস করে। তাৎক্ষনিক মূমুর্ষ অবস্থায় শুভকে মঠবাড়িয়া সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসাশেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শেবাচিম হাসপাতালে স্থানান্তরিত করেন। শুভ শর্মা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্যামল চন্দ্রশীল ওরফে কালা চাদের পুত্র ও মঠবাড়িয়া সরকারী কলেজের অনার্সের ছাত্র এবং পৌরসভা ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ঘটনার পর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জনাব রিয়াজউদ্দিন আহমেদ ও ভাইস – চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তূজা হাসপাতালে ছুটে যান এবং এঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবী জানান। উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা এঘটনার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক একটি বিক্ষোভ মিছিল করেন এসময় বিক্ষুদ্ধ নেতা কর্মীরা পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে দায়ী করে তার বাস ভবনের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মঠবাড়িয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এঘটনায় দোষীদের দ্রæত গ্রেফতার করে সুষ্ঠু বিচার দাবী করে মানববন্ধন করেছে মঠবাড়িয়া পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদুজ্জামান মিলু বলেন, একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে কব্জি কর্তনের ঘটনা ঘটেছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে ।

আরও খবর

Sponsered content

Powered by