বরিশাল

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পাথরঘাটায় সাংবাদিক সমাজের মানববন্ধন

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৭:১২:১০ প্রিন্ট সংস্করণ

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি :
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা এগারোটা দিকে পাথরঘাটা শেখ রাসেল স্কয়ার চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে পাথরঘাটা সাংবাদিক সমাজ ও নাগরিক নেতৃবৃন্দ। এতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি জানান সাংবাদিকরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি আমিন সোহেল, সংবাদ পত্রিকার প্রতিনিধি জাফর ইকবাল, সমকাল প্রতিনিধি ইমাম হোসেন, সেচ্ছাসেবী সংগঠন পত্যয় ও প্রথম আলো বন্ধুসভার পৌর সভাপতি মেহেদী হাসান সিকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজ এর সম্পাদক তারিকুল ইসলাম কাজী রাকিব, যায়যায়দিন পাথরঘাটা প্রতিনিধি নাজমুল হক সেলিম, বাংলা নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন, মানবজমিন পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন খান, নয়া শতাব্দীর এর প্রতিনিধি এএসএম জসিম, ভোরের কাগজ এর অমল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, শিক্ষক তারিকুল ইসলাম, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by