ঢাকা

পূবাইলে যুবকের আত্মহত্যা

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৪:০৬:৪১ প্রিন্ট সংস্করণ

পূবাইলে যুবকের আত্মহত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন অভাবগ্রস্ত মোহাম্মদ কাওছার (২৭) নামে এক যুবক। রোববার সন্ধ্যায় পূবাইল থানার বসুগাঁও কলেজগেট এলাকায় সোলেমান কাজীর ভাড়া বাসায় নিজ রুমে গলায় গামছা প্যাঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

কাওছার সুনামগঞ্জের জামালগঞ্জ থানার হরিনাকান্দি সুখাইড় বেহেলী গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে। তিনি পূবাইলে ভাড়া বাসায় পাটের ঝুরি তৈরির (হস্তশিল্প) কাজ করতেন।

নিহতের স্ত্রী মিতু বলেন, আমার স্বামী কিছু দিন আগে পূবাইল কলেজগেটে চায়ের দোকান করে সংসার চালাতেন। গত দুই মাস ধরে তিনি বেকার ও ঋণগ্রস্ত ছিলেন। এতে তিনি মানসিক চাপে ভুগছিলেন। খাবারের প্রয়োজনে সন্ধ্যায় সবজি কিনে আনেন।  পরে আমার তিন বছরের ছেলে মিহিরের সঙ্গে নিজ ঘরে খেলা করতে থাকেন। পরে নিজ শয়ন কক্ষে মিহির ইসলামকে নিয়ে খেলা করা অবস্থায় রুমের দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাশের রুমে ঝুরি তৈরি করছিলাম। এমন সময় বাচ্চার কান্নার শব্দ শুনে দরজা বন্ধ অবস্থায় জানালা দিয়ে দেখতে পাই আমার স্বামী সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। আমার চিৎকার শুনে স্থানীরা ঘটনাস্থলে এসে তাৎক্ষণিকভাবে পূবাইল থানায় খবর দেন।

পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content