রাজশাহী

ক্ষেতলালে রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২০ , ৪:৩৬:৪৩ প্রিন্ট সংস্করণ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উদ্যাপিত হয়েছে। ক্ষেতলাল অনলাইন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সোমবার দিবসটি পালন উপলক্ষে সংগঠনের কর্যালয় হতে একটি র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের রাজনৈতিক সহকারী এ্যাড. এসএম মোরর্শেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম গালিব আনোয়ার, অধ্যক্ষ জি এম কিবরিয়া, ক্ষেতলাল অনলাইন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক ফেরদুসী রানা, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, ক্ষেতলাল ড্রাগ এন্ড কেমিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো. মোজাম্মেল হক রতন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by