খেলাধুলা

মেসির দুই কীর্তি ছুঁলেন ভিনিসিয়ুস

  প্রতিনিধি ২ জুন ২০২৪ , ৫:৫৮:০৬ প্রিন্ট সংস্করণ

মেসির দুই কীর্তি ছুঁলেন ভিনিসিয়ুস
ছবি: সংগৃহীত

আগামী ১২ জুলাই ২৪ বছর বয়স পূর্ণ হবে ভিনিসিয়ুস জুনিয়রের। এরই মধ্যে দুই দুটি চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতে ফেললেন রিয়াল মাদ্রিদের তারকা। বিশ্ব ফুটবলে বিশেষ বন্ধনীতে রাখা হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফাইনালে গোল করলেন এবং ছুঁয়ে ফেললেন লিওনেল মেসির দুই কীর্তি!

রিয়ালের রেকর্ড শিরোপা বেড়ে দাঁড়ালো ১৫-তে। মাদ্রিদ ক্লাবকে চ্যাম্পিয়ন করতে ভিনিসিয়ুসের অবদান অনস্বীকার্য। ইউরোপ সেরার মঞ্চে নকআউট ম্যাচে ১১ গোল করেছেন, বানিয়ে দিয়েছেন আরও ১১টি। তাতে বয়স ২৪ হওয়ার আগেই মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ নকআউটে রেকর্ড ২২ গোলে অবদান তার।

মেসির আরেকটি রেকর্ডে ভাগ বসান ২৩ বছর বয়সী ভিনিসিয়ুস। ২০২২ সালে রিয়ালের ১৪তম শিরোপা জয়ে লিভারপুলের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন। আরেকটি ফাইনালেও হলো গোল। তাতে করে ২৪ বছর বয়স হওয়ার আগেই মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুটি ফাইনালে গোল করার কীর্তি গড়লেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বয়স ২২ হওয়ার আগে মেসি জিতেছিলেন প্রথম ব্যালন ডি’অর। এবার ভিনিসিয়ুসের অর্জনের খাতায় এই সেরা ফুটবলারের স্বীকৃতি জুটবে, এমন আশা করা হচ্ছে।

কোচিং ক্যারিয়ারের পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জেতার পর মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বললেন, ২০২৪ সালের ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের জেতা উচিত। তিনি বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর জেতার দাবিদার। আমার কোনও সন্দেহ নেই।’ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ একই কথা বললেন।

আরও খবর

Sponsered content