খেলাধুলা

রেফারি আমাদের বিপক্ষে ছিলেন: মেসি

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৬:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে বড় প্রভাব রেখেছেন রেফারি অ্যান্তোনিও মাতেও লাহোজ। কথায় কথায় হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। অন-ফিল্ড প্লেয়ার, সাইডবেঞ্চে বসে থাকা খেলোয়াড় কিংবা ডাগআউটে দাঁড়ানো কোচ- কেউই বাদ পড়েনি লাহোজের হলুদ কার্ড থেকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, দর্শকদের কার্ড দেখানোর সুযোগ থাকলে হয়তো সেটিও করতেন এই স্প্যানিশ রেফারি। ম্যাচশেষে অ্যান্তোনিও লাহোজের কড়া সমালোচনা করেছেন লিওনেল মেসিরা।

কোয়ার্টার ফাইনালে উত্তেজনায় পরিপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে মাঠের খেলোয়াড়দের মোট ১৫টি কার্ড দেখিয়েছেন অ্যান্তোনিও লাহোজ। দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয়, এটি বিশ্বকাপের এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ কার্ড দেখানোর রেকর্ড। ২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস-পর্তুগাল ম্যাচে সর্বোচ্চ ১৬টি কার্ড দেখানো হয়েছিল। ম্যাচশেষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেন, অ্যান্তোনিও লাহোজ পক্ষপাতী ছিলেন। তিনি নেদারল্যান্ডসের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছিলেন বলে মন্তব্য করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Powered by