রাজশাহী

লালপুরে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রয়ের দায়ে মাছ ব্যবসায়ীর জরিমানা

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৭:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মিশিয়ে চিংড়ি বিক্রয়ের অপরাধে বুধবার (১২ অক্টোবর) সকালে নাটোরের লালপুরে রাশেদ (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এর ভ্রাম্যমান আদালত। এসময় ৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক ভ্যাম্যমান আদালত পারচালনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মানবদেহের জন্য ক্ষতিকর জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি জন সম্মুখে ধ্বংস করা হয়।
এসময় লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা ও লালপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by