প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৩:৪৪:৫৫ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুল হকের আকস্মিক মৃত্যুতে স্মৃতি চারণ মূলক স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জুন’ ২০২৪ ( সোমবার) সন্ধ্যা ৭ টায় কাজী নজরুল ইসলাম রোডস্থ কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ ভবনের নীচতলায় ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. মহিউদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. শহিদুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক এম এ গণি।
জেলা গ্রন্থাগার আন্দোলন এর সংগ্রামী নেতা ও পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি এবং কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমীন এর সঞ্চালনায় সন্ধ্যাকালীন স্মৃতি চারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মো. আব্দুর রাশিদ, সাংবাদিক শাহ সারওয়ার জাহান, সাদেক আহমেদ, শফিকুল ইসলাম, তাজুল ইসলাম রিপন, শিল্পী আবুল কালাম, আলমগীর অলিক, লোক সংস্কৃতি সংগ্রাহক আমিনুল ইসলাম শাদী, মো. কবীর হোসেন প্রমুখ।