দেশজুড়ে

বিজয়নগর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

  প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৩:৩৩:১১ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ব্রাহ্মণবাড়িয়ার ভারত সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ৮ থেকে বিকাল ৪ টা পযর্ন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

এ উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৬৬ জন। প্রথম এক ঘন্টায় এই কেন্দ্রে ১৬৯ জন ভোট প্রদান করে বলে জানান প্রিজাইডিং অফিসার মো মুরাদ হোসেন পাঠোয়ারী।

বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান ৫ জন।

এ উপজেলায় ১৮৭ টি কেন্দ্রে ৫৩৬ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ৫৩৮ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ৮৪৫, নারী ভোটার ১ লক্ষ ৬ হাজার ৯৩ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি আনসার সদস্য নিয়োজিত আছেন। এর পাশাপাশি র্যাব, পুলিশের সমন্বয়ে মোবাইল টিম ও গোয়েন্দারাও নিয়োজিত রয়েছেন। ১০ ইউনিয়নের ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আরও খবর

Sponsered content