দেশজুড়ে

চিরিরবন্দরে পুষ্টি উপাদান বিতরণ

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৮:১০:২২ প্রিন্ট সংস্করণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টি উপাদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ থেকে শুরু করে সারাদিন ব্যাপি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ৭টি কমিউনিটি ক্লিনিকে মোট ৪০ জন গর্ভবতী মায়ের মাঝে এসব পুষ্টি উপাদান বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক। এ সময় তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার মোট ১০০ জন গর্ভবতী মায়ের মাঝে এসব পুষ্টি উপাদান বিতরণ করা হবে।
পুষ্টি উপাদান সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ , ১ কেজি পেয়াজ ও ১টি করে মাক্স। পুষ্টি সপ্তাহ শেষ হবে আগামী ২৯ এপ্রিল।
 

আরও খবর

Sponsered content

Powered by