বরিশাল

বরগুনায় হত্যা মামলার বাদী বিপাকে

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৭:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ

বরগুনায় হত্যা মামলার বাদী বিপাকে

বরগুনা প্রতিনিধি : অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে সুলতান গাজী নামের একজনকে লোহার রড, লাঠি, দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষ, আইয়ুব মাল, মোশারেফ মাল, হাবিব মাল, তৈয়ব মাল, শাহিন মাল, মাজেদ বিশ্বাস, খালেক মাল, ইউনুস মোল্লা, সাইদুর ফকির, মাহবুব, শহিদুল মাল, সহ আরোও অপরিচিত ৩/৪ জন সন্ত্রাসীরা প্রকাশ্য পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় বাবার হত্যার বিচারের দাবীতে সুলতানের ছেলে পনু গাজী বাদী হয়ে আমতলী থানায় গত ৭আগাস্ট ২০২০ইং হত্যা মামলা দায়ের করে। থানার মামলা নং- ৪। পনু গাজী সাংবাদিকদের জানান, তার পিতা সুলতান গাজী ৫০ শতাংস, অভিযুক্ত আইয়ুব মাল গংদয় ৫০ শতাংস, স্থানীয় হাসেম মীর এর কাছ থেকে দুইপক্ষ ১একর জমি নগদ টাকায় কট কবলা নেয়। অভিযুক্তরা আমার বাবার অর্ধেক জমির ভিতর ঢুকিয়া আইল সিমানা দিয়ে জোর পুর্বক দখল নেয়। বাবা নিষেধ করলে তার সাথে অহেতুক তর্কের সৃষ্টি কড়িয়া পুর্ব পরিকল্পিত ভাবে ঘটনাস্থল একই গ্রামের মকবুল মাল এর বাড়ির উত্তর পার হাসেম মীর এর চাষের জমির মধ্যে অভিযুক্ত সন্ত্রাসীরা পিটিয়ে গুরুত্বর আহত করে। আমাকেও পিটাইয়া আহত করে। আমার ডাকচিৎকার শুনিয়া স্থানীয়রা তাৎক্ষনিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাবাকে মৃত্যু ঘোষণা করে। আমি থানায় মামলা করলে আসামীরা আমাকেও হত্যা করার হুমকী দেয়। এবিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং তিনি জানান ঘটনার পর পরে আইন শৃঙ্ঘলা বাহিনী জড়িতদের দ্রæত গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by