প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৮:২৯:০৬ প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের নিরাপদ কৃষিজাত খাদ্যদ্রব্য উৎপাদন, উন্নতমানের বীজ সরবরাহ, সার ও কীটনাশকের পরিমিত ও নিয়মমাফিক ব্যবহার এবং উৎপাদিত পন্যের বাজারজাতকরন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ জুন সিংড়া পৌরসভার কন্ফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিংড়া পৌর এলাকার বালুয়া বাসুয়া এলাকায় ফসল ফারর্মাস সেন্টারের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফসল ফারর্মা`স (SAFE)এর ফাউন্ডার আরিফ জেসমিন কনিকা,ফাউন্ডার ও সিও সাকিব হোসাইন,কো ফাউন্ডার নাসিমা আক্তার নিশা,অতিরিক্ত কৃষি অফিসার মাহামুদুল হাসান,সিংড়া উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আনিসুর রহমান লিখন প্রমুখ।