প্রতিনিধি ১১ জুন ২০২৪ , ৬:০৪:৪৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালীতে ৭ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সেলিম পশ্চিম গোমদণ্ডী মাহাদারো বাড়ির মো. শফির ছেলে।বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, রায় ঘোষণা পর থেকে সেলিম পলাতক ছিলেন। তিনি বাড়িতে অবস্থান করার সংবাদের ভিত্তিতে সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নগরীর পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি (জিআর-৪৩/২০১৪) মামলায় সেলিমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। জরিমানা অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।