রংপুর

সাঘাটায় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মশালা

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২২ , ৭:০১:৩১ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) : প্রতিনিধি দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার গণউন্নয়ন কেন্দ্রের হল রুমে স্থানীয় পর্যায়ে বন্যার আগাম শতর্ক বার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আঞ্চলিক পর্যায়ে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প সমন্বয়ক প্রভাতি প্রকল্পের ডিজিএম নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিসি জেনারেল সাদেকুজ্জামান, নির্বাহী প্রকৌশলী এলজিইডি সাবিউল ইসলাম, পাউবো নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুইয়া, পানি উন্নয়ন বোর্ডের এসডি এটিএম রেজাউর রহমান, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, হলদিয়া ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন, প্রোগ্রাম ম্যানেজার আর আই এম ই এস মো. ফকরুল আরেফিন, প্রজেক্ট ম্যানেজার সামিয়া জাহান চৌধুরী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by