আন্তর্জাতিক

ব্যাংকক মার্কেটে অগ্নিকাণ্ড, ১ হাজার খাঁচায় বন্দি প্রাণীর মৃত্যু

  প্রতিনিধি ১১ জুন ২০২৪ , ৮:২৭:০৫ প্রিন্ট সংস্করণ

ব্যাংকক মার্কেটে অগ্নিকাণ্ড, ১ হাজার খাঁচায় বন্দি প্রাণীর মৃত্যু

দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বাজারগুলোর একটি থ্যাইল্যান্ডের ব্যাংককের চাতুচাক উইকেন্ড মার্কেট। সোমবার (১১ জুন) ভোরে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক হাজারটি খাঁচায় বন্দি প্রাণী মারা গেছে। ব্যাংককের কর্মকর্তাদের বরাতে মার্কিন ম্যাগাজিন টাইম এই খবর জানিয়েছে।

প্রতিবেদনের বলা হয়েছে, এদিন ভোর ৪ টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারের ১০০টিরও বেশি পোষা প্রাণীর দোকান আগুনে পুড়ে যায়। দোকানগুলোতে খাঁচাবন্দি কুকুর, পাখি, বিড়াল এবং সাপসহ অনেক ধরনের প্রাণী ছিল। সেগুলো আগুনে পুড়ে মারা গেছে।

তবে অগ্নিকাণ্ডের ফলে কোনও মানুষ হতাহত হয়নি।

কর্মকর্তারা বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

থাইল্যান্ডের অন্যান্য অনেক বাজারের মতো চাতুচাক বাজারও বাহারি রকমের দোকানে পরিপূর্ণ। পর্যটনের হটস্পট হিসেব পরিচিত এই বাজারে ২৬টি বিভাগে ১৫ হাজারটিরও বেশি দোকান রয়েছে। সেখানে প্রাচীন বা ঐতিহ্যবাহী জিনিসপত্র, খাবার ও পোশাকও পাওয়া যায়।

বাজার কর্তৃপক্ষের দাবি, সপ্তাহান্তে ২ লাখ দর্শনার্থী সেখানে ভীড় জমান।

আরও খবর

Sponsered content