রংপুর

উলিপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে  ভিজিএফের চাল বিতরণ

  প্রতিনিধি ১৫ জুন ২০২৪ , ৩:৫৯:০৩ প্রিন্ট সংস্করণ

উলিপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার থেতরাই ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুরে থেতরাই ইউপি চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা। জানা যায়, থেতরাই ইউনিয়নের ৫ হাজার ৬শ’ ৭৬ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৫৬.৭৬ মে.টন চাল বিতরণ করা হবে।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. শাহা আলম, ইউপি সচিব রাশেদ ফরহাদ, হিসাব সহকারী আলী আজম, প্রমুখ।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ৮৩ হাজার ২শ’ ৩৪ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হবে।

আরও খবর

Sponsered content