চট্টগ্রাম

আহত ফাতেমার চিকিৎসা খরচ দিলেন ইউএনও শাহাদাত হোসেন

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ৫:৩৯:০২ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড(চট্টগ্রাম) :

ফাতেমা আক্তার(৫০)। চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টের পাশে একটি ছোট কারখানায় স্ক্র্যাপ লোহা বাচাইয়ের কাজ করতেন। বিকালে কাজে যাওয়া পথে হঠাৎ বিকট শব্দের পর তার আর কিছু মনে নেই। হাসপাতালে জ্ঞান ফিরলে দেখতে পান তার ডান হাত ভাঙ্গা। স্বামী পরিত্যক্ত ফাতেম আক্তার স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন। টাকার অভাবে চিকিৎসাও চরছিলনা। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। অনেক টাকার প্রয়োজন। সীমা অক্সিজেন প্লান্টের মালিকের পক্ষ থেকেও কোন ধরনের সহযোগিতা পাইনি। এমন সংবাদ শুনার পর চিকিৎসা খরচ নিয়ে হাসপাতালে ছুটে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। বুধবার সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় বিএসবিএ হাসপাতালে গিযে ফাতেমা আক্তারের চিকিৎসার জন্যে ৫০ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও। হঠাৎ এত টাকা পেয়ে মুহুর্তে চোখে মুখে তৃপ্তির হাসি বের হয় ফাতেমা আক্তারের। তিনি ইউএনও ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। ইউএনও শাহাদাত হোসেন বলেন, সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ আহত ফাতেমা আক্তারের টাকার অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে শুনে তাৎক্ষণিক তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। সরকার আহত সবার চিকিৎসা খরচ দিচ্ছে। চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সাংবাদিক কামরুল ইসলাম দুলুসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। আহত ফাতেম আক্তারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর গ্রামে।

আরও খবর

Sponsered content

Powered by