দেশজুড়ে

সিরাজগঞ্জে পুলিশকে মারধর, মা-ছেলেসহ গ্রেফতার ৪

  প্রতিনিধি ১৫ জুন ২০২৪ , ৬:২৭:০৫ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে পুলিশকে মারধর, মা-ছেলেসহ গ্রেফতার ৪

সিরাজগঞ্জের তাড়াশে তিন পুলিশ সদস্যকে মারধর ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মা ও দুই ছেলেসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পংরৌহালী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন উপজেলার পংরৌহালী গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল আহম্মেদ (২৯) ও আব্দুর রহিম (২৬), স্ত্রী রেনুকা খাতুন (৫০) এবং উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের শাহীন মণ্ডলের মেয়ে সুমাইয়া খাতুন (১৬)।

শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামসহ তিন পুলিশ সদস্য পংরৌহালী গ্রাম থেকে নিখোঁজ এক শিশু উদ্ধার করেন। পরে শিশুটিকে নিয়ে যাওয়ার পথে আসামিরা তাদের ওপর আক্রমণ করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই রাতেই চারজনকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content