রংপুর

দিনাজপুর পৌরসভায় পরের দিন রক্ত ও আবর্জনা পরিস্কার

  প্রতিনিধি ১৯ জুন ২০২৪ , ৭:০৮:৪৭ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর পৌরসভায় পরের দিন রক্ত ও আবর্জনা পরিস্কার

স্বাধীনতার পর এই প্রথম ঈদ-উল আজহার দিনগত রাতেই কুরবানী করার পর বিভিন্ন ডাস্টবিনে ও যত্রতত্র রেখে দেয়া আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্ন করে ফেললেন দিনাজপুর পৌরসভা।

পৌরসভার সূত্র জানায, ১৭ জুন ঈদের দিন সন্ধ্যা সাতটা থেকে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালের নেতৃত্বে ময়লা ফেলা ৮ টি ট্রাক, মিনি ট্রাক ও বিভিন্ন ওয়ার্ডে রক্ষিত ভ্যানগাড়ী ও প্রায় ৬০ জন লেবার নিযে বিভিন্ন বাড়ির সামনে, রাস্তার ধারে ও ডাস্টবিনে কুরবানী করার পর গরুর ফেলে অংশ, খ্যার কুটো সহ আবর্জনা ও রক্ত পরিষ্কার করা কাজ শুরু করেন।

পরের দিন ১৮ জুন মঙ্গলবার পর্যস্ত অবিরাম পরিষ্কার-পরিচ্ছাতার কাজ চলে। এ সময় মহান আল্লাহ পাকের রহমতে কিছুক্ষণ বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে রক্ত ভেসে যায়।পৌরসভা এই মহতী উদ্যোগ ও মহান আল্লাহ পাকের রহমতের বৃষ্টির কারণে এই প্রথম এবারেই দিনাজপুর পৌরবাসী কোরবানির পরের দিন দুর্গন্ধ ও আবর্জনা থেকে রক্ষা পেয়েছে। পৌরবাসী পেয়েছে স্বস্তি।

এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল জানান, কুরবানীর পরের দিন গরুর রক্ত ও আবর্জনায় শহরজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পৌরবাসী চরম অস্বস্তিতে ভুগে এবং ময়লা আবর্জনা সরানোর জন্য পৌরসভাকে তাগাদা দিতে শুরু করে।

পৌরবাসী তাগাদা যাওয়ার পূর্বেই পৌরসভা নিজ উদ্যোগে ঈদের দিন সন্ধ্যা থেকেই ময়লা আবর্জনা সরিয়ে ফেলার উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ করে।

আর সে মোতাবেক কাজ করার ফলে পৌরবাসীকে দুর্গন্ধ বিহীন শহর উপহার দেয়া হল। ছাড়া শহর জুড়ে ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার।

আরও খবর

Sponsered content