চট্টগ্রাম

কর্ণফুলীতে দেদারসে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

  প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৫:৪৩:৫১ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলীতে দেদারসে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার পুরাতন ব্রিজঘাট বাজারে লালচাঁদা মাছ হিসেবে প্রতিদিন ক্রয়-বিক্রয় হচ্ছে নিষিদ্ধ ও বিষাক্ত পিরানহা মাছ। দাম কম বলে নিম্নআয়ের মানুষের কাছে এসব মাছের চাহিদা একটু বেশি। এ সুযোগকে কাজে লাগিয়ে অসাধু মাছ বিক্রেতারা ১৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন নিষিদ্ধ পিরানহা। সরেজমিনে ব্রিজঘাট মাছ বাজারে এসব দৃশ্য দেখা গেছে। স্থানীয় খুচরা মৎস্য ব্যবসায়ীরা পিরানহা মাছকে সামুদ্রিক লালচাঁদা মাছ হিসেবেই বিক্রয় করে থাকেন।

এ পিরানহা মাছ সাধারণত দুই প্রকার। ব্ল্যাক বেলি পিরানহা (কালো পেটওয়ালা) ও রেড বেলি পিরানহা (লাল পেটওয়ালা)। এ মাছের প্রধান আবাসস্থল দক্ষিণ আমেরিকা, ব্রাজিলসহ কয়েকটা দেশের নদীতে। সম্প্রতি, বাংলাদেশেও এ মাছ পাওয়া যাচ্ছে। এ মাছ একটি হিংস্র এবং রাক্ষুসে মাছ।

সারা বিশ্বে মানুষখেকো মাছ হিসেবে পরিচিত পিরানহা মাছের মানুষের প্রথম আঘাতের স্থান পায়ের আঙ্গুল। তিন ধরনের শব্দ উৎপন্ন করার মাধ্যমে এদের নিজস্ব একটা ভাষা আছে। জলাশয় বা নদীর অন্যান্য মাছ সমূলে ধ্বংস করে।

জানা যায়, রাক্ষুসে স্বভাবের কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ সরকারও পিরানহা মাছের উৎপাদন, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করেছে। ২০০৮ সালের ফেব্রুয়ারী থেকে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারীভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় দেদারসে বিক্রি হচ্ছে এ বিষাক্ত পিরানহা।

ইবনে সিনা হাসপাতালের ডা. আবু তৈয়ব বলেন, আমাদের চট্টগ্রামে মূলত রেড বেলি পিরানহা মাছ বেশি পাওয়া যায়। একটি অসাধু চক্র এই মাছ বিক্রির পেছনে দায়ী। সরকার এ মাছকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

ব্রিজঘাটের মাছ ব্যবসায়ি সালা উদ্দিন ও তৈয়ব মিয়া বলেন, এ মাছের চাহিদার ফলে আমরা মাছ বিক্রি করছি। নিষিদ্ধ ও বিষাক্ত কিনা জানি না। তবে গরিব মানুষেরা ১৫০ টাকা কেজিতে এ মাছ কিনে খেতে পারে। অন্যান্য মাছের চেয়ে এটি সস্তা।

কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে বলেন, আমি উপজেলায় আছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিগগিরই অভিযান পরিচালনা করব।

কর্ণফুলী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘আপনার কাছে জানলাম ব্রিজঘাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করা হয়। বিষয়টি মৎস্য কর্মকর্তাকে জানান।’

আরও খবর

Sponsered content