বাংলাদেশ

বন্যার আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

  প্রতিনিধি ২ জুলাই ২০২৪ , ৬:২৭:৩১ প্রিন্ট সংস্করণ

বন্যার আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ফাইল ছবি

দেশের মানুষকে বন্যা থেকে রক্ষার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

একনেক সভায় অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা রয়েছে। বৃষ্টির প্রভাব পড়বে। সবাইকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ঢাকার আশপাশে কৃষি জমি দেখা যায়, সেগুলোতে আবাসন কাজ হচ্ছে। কৃষি কাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নিতে হবে। ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য তিন ফসলি এলাকায় প্রকল্প নেওয়া যাবে না।

আরও খবর

Sponsered content