প্রতিনিধি ২ জুলাই ২০২৪ , ৭:০৬:৩৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় রাশেদ (৩২) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। নিহত রাশেদ বন্দর থানাধীন নিউমুরিং এলাকার মৃত হাসানের ছেলে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সকালে শুলকবহর এলাকায় এক বাইক পিছলে আরোহী সড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
এত তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।