দেশজুড়ে

বাগেরহাটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৬:২৭:১০ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটে সমাজ ভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে  বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ শিশু একাডেমীর বাস্তবায়নে , জেলা প্রশাসনের সহযোগিতায় ও উত্তরণের  উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন । জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক ড, ফখরুল হাসান।

উক্ত সভায় জানানো হয় জেলার ফকিরহাট, মোল্লাহাট, এবং শরণখোলা উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের প্রধান লক্ষ্য ১. সমাজ ভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্র কার্যক্রম ২.জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম ৩. অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য প্যারেন্টিং শিক্ষা কার্যক্রম। প্রকল্পের আওতায় বর্ণিত ৩টি উপজেলায় ৫০০টি শিশুযত্নকেন্দ্রের মাধ্যমে প্রতি বছর ১২৫০০ জন করে ৩ বছরে ৩৭৫০০ জন শিশুর প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করা হবে।

একই সাথে প্রতি বছর ৬-১০ বছরের ৭৫০০জন শিশু কে জীবন রক্ষাকারী সাঁতার শেখানোর মাধ্যমে ৩ বছরে ২২৫০০ জন শিশুকে সাঁতার সুবিধার আওতায় আনা হবে।, অবহিতকরণ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোকাল পারসন মো. মনিরুজ্জামান।

এই সময় অন্যান্য মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসারসহ জেলা ও উপজেলা পর্যাযের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জেলা ও উপজেলা মনিটরিং কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক বৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বাগেরহাট জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content