প্রতিনিধি ১০ জুলাই ২০২৪ , ৪:০৯:৩২ প্রিন্ট সংস্করণ
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশকে ১ বিলিয়ন আরএমবি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৯ জুলাই) সকালে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন ও দু’দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে বুধবার দুপুরে বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, বৈঠক শেষে দু’দেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১ বিলিয়ন আরএমবি সহায়তার ঘোষণা দিয়েছেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত চীনের রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগ দেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের সকল অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
উল্লেখ্য, চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশটিতে যান। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারসহ যথাযথ সম্মাননায় অভ্যর্থনা জানানো হয়। নির্ধারিত সকল অনুষ্ঠান শেষে আজ ১০ জুলাই রাতে ঢাকার উদ্দ্যেশ্যে রওনা হওয়ার কথা।
অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব, অন্যান্য সচিববৃন্দসহ উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।