বাংলাদেশ

কোটাবিরোধী আন্দোলনের উসকানিদাতা বেড়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ২:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ

কোটাবিরোধী আন্দোলনের উসকানিদাতা বেড়ে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা কোটা আন্দোলন করছে তাদের উসকানিদাতা বেড়ে যাচ্ছে। তাদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই। সেসব বিষয়ে তদন্ত হচ্ছে।

রোববার (১৪ জুলাই) দুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি জানান, সবকিছুরই তদন্ত হবে। শিক্ষার্থীরা রাজপথে যা করছে তা তারা হয়তো না বুঝে করছে। আগামী ৮ তারিখ হাইকোর্টে শুনানি হবে, শুনানিতে তাদেরও অংশগ্রহণ থাকবে। সবকিছুই এখন বিচার বিভাগের হাতে। সরকারের হাতে কিছু নেই।

আরও খবর

Sponsered content