চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিল কোটা আন্দোলনকারীরা

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৫:১০:৩৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিল কোটা আন্দোলনকারীরা

আগামী ২৪ ঘন্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে দশটায় ষোলশহর স্টেশনে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বেলা এগারোটায় গণ-পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি অধিভুক্ত কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী এই গণ-পদযাত্রায় অংশ নেন।

জানা যায়, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’- এর ব্যানারে আয়োজিত গণ পদযাত্রাটি ষোলশহর স্টেশন থেকে ২ নং গেট, জিইসি, লালখান বাজার, লাভলেইন হয়ে প্রায় পাচঁ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চবি সহ সমন্বয়ক মশিউর রহমান বলেন, কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরী অধিবেশন আহ্বান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা করছি। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি আদায় না হওয়া আন্দোলন চলবে।

আরও খবর

Sponsered content