রাজশাহী

পাবনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২১ , ১০:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

smart

পাবনা প্রতিনিধি :

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, ছোট উদ্যোক্তা থেকে বড় হতে হবে। বিশ্বাস সততা নিষ্ঠা পুঁজি করে জীবনে সফল হতে হবে। চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে চাকরি দিতে হবে। রোববার পাবনা বিসিক জেলা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

পাবনা বিসিক জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিসিক পাবনার কর্মকর্তা মো. কামাল পারভেজ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনিসুজ্জামান, সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল লতিফ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও বিসিকের কর্মকর্তারা বনলতা ফুড এন্ড বেভারেজের কারখানা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন বনলতার ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ রানা।

Powered by