প্রতিনিধি ১৫ জুলাই ২০২৪ , ৪:১৭:৫১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। রবিবার (১৪জুলাই) রাত ১১টার দিকে জিরো পয়েন্টে জড়ো হয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল করার সময় এ হামলার ঘটনা ঘটে। এ সময় ২টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্দোলনকারীরা জানান। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় সুমন নামে রাজনীতি বিজ্ঞান বিভাগের (২২-২৩) শিক্ষাবর্ষের ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা জিরো পয়েন্ট থেকে শহিদ মিনারের দিকে যাচ্ছিলাম। এমন সময় পেছন থেকে “কে রে রাজাকার?”বলে ছাত্রলীগ কর্মীরা লাঠি ও বাঁশ দিয়ে অতর্কিত হামলা করে। এ সময় পেছনের দিকে ককটেল বিস্ফোরনের শব্দ শুনতে পান বলে জানান আন্দোলনকারীরা।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরে প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চবির সমন্বয়ক মোঃ রাসেল আহমেদ বলেন, আমরা সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার দাবিতে আন্দোলন করছি। অথচ রাষ্ট্রের প্রধান চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলনকারীদের নিয়ে আজ যে উক্তিটি করেছেন, তা আমাদের মর্মাহত করেছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয়ে স্লোগান দিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষন পর ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছেন ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করেছেন।
এ বিষয়ে নেতাকর্মীদের কাছে জানতে চাইলে (চবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতীম বড়ুয়া–বলেন, ঘটনার পরে আমি এসেছি। তবে শুনেছি তারা নেত্রীর নামে বাজে স্লোগান দিয়েছে। এতদিন কিন্তু তাদের স্লোগানে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক।