ঢাকা

গোপালগঞ্জে চাচা কর্তৃক আপন ভাতিজাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়ের

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৭:৪১:২২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে চাচা আবুল কালাম আজাদ কর্তৃক আপন ভাতিজাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনেরা।

গোপালগঞ্জ সদর উপজেলার ৬নং পাইককান্দি ইউনিয়নের মৃত সাইদুর রহমানের তিন ছেলে- ভোলা শেখ (৩৫), বুলবুল শেখ (৩২), লিপু শেখ (২৯) এর বিরুদ্ধে ২টি সাজানো মিথ্যা মামলা করে হয়রানি করছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। মামলার ভয়ে আসামীরা এখন পালিয়ে বেড়াচ্ছে। আমাদের প্রতিবেদক ঘটনা তদন্ত করতে সরেজমিনে গিয়েও এর সত্যতা পান। ওই এলাকার একাধিক মুরব্বী কাওছার মুন্সী (৭৫), শুকুর মীর (৬০), শাহনেওয়াজ মুন্সী (৫৫), এয়ার আলী (৫২), রজব আলী (৭৬), আসামীর বিধবা মা এমনকি উক্ত মামলার স্বাক্ষী হামিম শেখ (৫০), আকবার আলী মীর (৫৮) এ প্রতিবেদককে জানায়, এলাকায় মামলার বিবরনের এ ধরনের কোন ঘটনা অদৌ ঘটেনি। মামলার তারিখ অনুযায়ী আসামীদ্বয় ব্যবসা ও চিকিৎসা সংক্রান্ত ব্যপারে ঢাকা বারডেম হাসপাতালে অবস্থান করছিলো। মামলার বাদী আবুল কালাম আজাদকে বাড়িতে পাওয়া যায়নি, তবে মুঠোফোনে মামলা সংক্রান্ত ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে জানান, সত্য মিথ্যা নিয়েই মামলা হয়, ওদের শায়েস্তা করতে আরো মামলা করবো। আসামীদের বিধবা মা প্রশাসনের নিকট সঠিক তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী জানান।

Powered by