প্রতিনিধি ১৫ জুলাই ২০২৪ , ৮:০৩:০২ প্রিন্ট সংস্করণ
সৈনিকরা চাকুরী কালীন সময়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে যেভাবে কাজ করেছেন, অবসরে আসার পরও নানা ক্ষেত্রে সেই কার্যক্রম অব্যাহত রেখে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমি আশাবাদী।
দেবীদ্বার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি অব. ক্যাপ্টেন শফিকুল ইসলামের মৃত্যুতে সৈনিক সংস্থার উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরোমে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, সৈনিক কল্যাণ সংস্থার সদস্যরা যেভাবে আজকে প্রয়াত সফিকুল ইসলাম সাহেবের স্বরনসভায় উপস্থিত হয়েছেন আশা করছি এ সৈনিক কল্যাণ সংস্থার প্রতিটি সদস্যআগামী দিনগুলোতে দেবীদ্বারের কল্যাণে কাজ করবেন।
উক্ত অনুষ্ঠানে অব. সৈনিক আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এবং সৈনিক কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ¦ মো. মোসলেম উদ্দিন ভূইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,- ডেসওয়া কুমিল্লা জেলা সভাপতি অব. সার্জেন্ট হাবিবুর রহমান, সৈনিক কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, অব. সুবেদার আবুল কাসেম মোল্লা, অব. সৈনিক আবুল হাসেম, অব. সৈনিক হাজী শাহ আলম. দেবীদ্বার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি মরহুম অঃ ক্যাপ্টেন শফিকুল ইসলামের বড় ভাই এডভোকেট মোস্তফা কামাল, বড় মেয়ে ডাঃ শারমিন সুলতানা। এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর লিপি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ প্রমুখ।
আলোচনা শেষে দেবীদ্বার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি প্রয়াত অব. ক্যাপ্টেন শফিকুল ইসলামের আত্মার শান্তি কামনায় অব. সার্জেন্ট কবির ভূইয়ার পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।