প্রতিনিধি ১৮ জুলাই ২০২৪ , ৬:৩৭:২৪ প্রিন্ট সংস্করণ
কোটা সংস্কার আন্দোলনে বীর মুক্তিযোদ্ধাদের অবমানন ও স্বঘোষিত রাজাকার স্লোগান দিয়ে আন্দোলনকারীদের বক্তব্যের প্রতিবাদে বান্দরবান মুক্তিযুদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৮ ই জুলাই) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বান্দরবান ইউনিট কমান্ডের আয়োজনে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজিত মানববন্ধনে মুক্তিযুদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম বান্দরবান ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশ বলেন আমরাও কোটা সংস্কার চাই তবে কোটা বিরোধী আন্দোলনে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী কে কটুক্তি করে বক্তব্য দিচ্ছে,তারা নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে,নিজেদের রাজাকার পরিচয় দিয়েছে। তারা কি তাদের দাদি নানির কাছ থেকেও যানে নি রাজাকার কি ছিলো?রাজাকার কারা?বক্তারা বলেন কোটা আন্দোলন কে জামাত বিএনপি সহ কুচক্রী মহল ভিন্ন খাতে প্রবাহিত করছে সরকার বিরোধী আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছে যা বাংলার মাটিতে হতে দেবে না।
এসময় মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন তারু মিয়া,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, মিজানুর রহমান রাজু,বীর মুক্তিযোদ্ধার সন্তান বাবুল মার্মা,সুমন মল্লিক।
মানববন্ধনে জেলার বীর মুক্তিযোদ্ধা,তাদের সন্তান সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।