ঢাকা

৩ যুগ পর জমি ফিরে পেয়ে উচ্ছসিত আফতাব উদ্দিন

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৪:২৭:১৫ প্রিন্ট সংস্করণ

৩ যুগ পর জমি ফিরে পেয়ে উচ্ছসিত আফতাব উদ্দিন

গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের নবীনবাগ এলাকায় দীর্ঘ ৩ যুগ (৩৬ বছর) পর খরিদকৃত জমির দখল ফিরে পেয়ে উচ্ছসিত হলেন জমির প্রকৃত মালিক বয়োবৃদ্ধ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার (দুদক) আলহাজ্ব মোহাম্মদ আফতাব উদ্দিন ও তার পরিবার। 

এসময় আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন ইসলাম ও সরকারি সার্ভেয়ারের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে মাপ-ঝোপ দিয়ে আমাকে আমার জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, অনেক দিনের সম্পত্তি ফিরে পেয়ে আমি ও আমার পরিবার অনেক আনন্দিত। উক্ত জমি সংলগ্ন জমির মালিক অন্যায়ভাবে আমার জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলো। দীর্ঘদিন এ নিয়ে তাদের সাথে আমাদের পারিবারিক সমস্যাও চলছিলো। পরে কাউন্সিলর আল আমিন ইসলামের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে ওই জমি আমাকে বুঝিয়ে দেন সকলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ পৌর এলাকার ১২ নং নবীনবাগ এলাকার মুরুব্বিরা ও উক্ত ওয়ার্ডের কাউন্সিলর জমির প্রকৃত মালিক আফতাব উদ্দিনকে তার জমি ফিরিয়ে দেন।

আরও খবর

Sponsered content

Powered by