চট্টগ্রাম

চট্টগ্রামে আরও ৬৯ জন গ্রেফতার

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৪ , ৫:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আরও ৬৯ জন গ্রেফতার

চট্টগ্রামে আরও ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৫ জনকে এবং জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় ৩৪ জনকে। চট্টগ্রামে সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত নাশকতার অভিযোগে ২৮টি মামলায় মোট ৭৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য নগরীর হালিশহর থানায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। ৩৭ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলাটি বুধবার রাতে করা হয়েছে। এ মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম নগরীতে সব মিলিয়ে ১৭টি মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৭টি মামলায় গত চব্বিশ ঘণ্টায় ৩৫ জনকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে দায়ের করা ১৭ মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৪০৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু তৈয়ব বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত চব্বিশ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় এ পর্যন্ত এসব মামলায় মোট ৩২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।’

আরও খবর

Sponsered content