দেশজুড়ে

সিংড়ায় বিস্ফোরক মামলায় আরও এক বিএনপি নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৪ , ৬:২৪:০৯ প্রিন্ট সংস্করণ

সিংড়ায় বিস্ফোরক মামলায় আরও এক বিএনপি নেতা গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতার নাম মো. সুলতান আহমেদ। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। শনিবার রাতে তার নিজ বাড়ি কুশাবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্ফোরক মামলায় মোট ১১জনকে গ্রেপ্তার করল পুলিশ।

এ মামলায় গত ৭ দিনে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদ এবং রামানন্দ খাজুরা ইউনয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান মো. আফছারুজ্জামান আফছারসহ ১১জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত মোট ১১জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content