বাংলাদেশ

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৭০

  প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৯:২৩:২৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দপর্ণ ডেস্ক :

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া শনিবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৭০ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৮ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৯২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯৪৪ জন ঢাকায় এবং ৪৬১ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১ জুলাই ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ২৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ২৫৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬ হাজার ৭৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫ হাজার ২৭৩ জন ঢাকার ও বাকি ১ হাজার ৫২০ জন অন্যান্য জেলার বাসিন্দা।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।
সূত্র : ইউএনবি

আরও খবর

Sponsered content

Powered by