প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ৩:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকে একটি বিমান হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এই হামলা চালানো হয়। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলার পর অঞ্চলটিতে উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হচ্ছে।
ইরাকি পুলিশ ও চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, বাগদাদের দক্ষিণে ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলা চালানো হয়, যেখানে চারজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।
পিএমএফ হামলার পর কোনও অভিযোগ করেনি। মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলাটি বাগদাদের মুসাইব এলাকায় চালানো হয় এবং এতে ওই মিলিশিয়া বাহিনীর সদস্যদের লক্ষ্য করা হয়। গোষ্ঠীটি ড্রোন উৎক্ষেপণের পরিকল্পনা করছিল।
মার্কিন কর্মকর্তারা হতাহত সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তারা জানিয়েছেন, এই হামলা মার্কিন ও জোট বাহিনীর নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
গত সপ্তাহে ইরাকের আইন আল আসাদ বিমানবন্দরের দিকে একাধিক রকেট হামলা করা হয়। তবে এতে কোনও ক্ষতি বা হতাহত হয়নি। মঙ্গলবারের হামলা ছিল ফেব্রুয়ারির পর প্রথম মার্কিন হামলা। ফেব্রুয়ারিতে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরানের রেভোলিউশনারি গার্ড ও তার মিত্র মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইরানের বিরল মিত্র ইরাক। দেশটিতে মার্কিন বাহিনী ২০০৩ সালে আক্রমণ করেছিল। ২০১১ সালে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে ২০১৪ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবার ফিরে আসে।
ইরাকের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যেখানে ইরান-মিত্র রাজনৈতিক গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। মার্কিন কর্মকর্তারা ইরান ও তার মিত্রদের জয়ী হতে দিতে চান না।
সূত্র: রয়টার্স