বাংলাদেশ

এক দফা দাবিতে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৩:৩৬:০০ প্রিন্ট সংস্করণ

এক দফা দাবিতে পেশাজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-দলীয় পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইঞ্জিনিয়াররা। পাশাপাশি বিএনপিপন্থি আইনজীবীরা গণহত্যা ও নিপীড়নবিরোধী ব্যানারে মানববন্ধন করেন।

রবিবার (৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ইঞ্জিনিয়ার আব্দুল হালিম বলেন, ‘সরকার ছাত্রদের আন্দোলন কর্ণপাত করেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদের ছাত্রলীগকে আন্দোলন দমন করতে মাঠে নামান। আমাদের আর কোনও দাবি নেই। দাবি একটাই, এই সরকারের পদত্যাগ।’

পেশাজীবী সংগঠনের পক্ষে রবিউল ইসলাম বলেন, ‘ছাত্রদের হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদের এক দফা দাবি সরকারের পদত্যাগ।’

এ সময় সংগীতশিল্পী মিথুন বাবু গান গেয়ে পদত্যাগের দাবি করেন।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, ‘আমাদের আর কোনও দাবি নয়, আর কোনও প্রতিবাদ নয়, সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আরও খবর

Sponsered content