রাজশাহী

শুদ্ধাচার পুরস্কার পেলেন বেড়ার ইউএনও

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:০২:৪৭ প্রিন্ট সংস্করণ

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। ২০১৯-২০ অর্থ বছরে দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জন করায় তিনি শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। মঙ্গলবার পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কবির মাহমুদ। এসময় তিনি সরকারি বিধিমোতাবেক বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকীকে এক মাসের মূল বেতনের সমপরিমাণ ভাতা, সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।