চট্টগ্রাম

চট্টগ্রামে চার ছিনতাইকারী গ্রেফতার

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৪৬:০২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে চার ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামে চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে নগরীর কোতোয়ালি থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো টিপছোরা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া চার ছিনতাইকারী হলেন চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলধর গ্রামের বিপ্লব বৈদ্যের ছেলে জয় ওরফে কালাইয়া (২৩), বাগেরহাট জেলার ফকিরহাট থানার মৌভোগ গ্রামের মৃত ফারুকের ছেলে মো. মেহেরাজ মিয়া (১৯), চাঁদপুর জেলার সদর থানার কুড়িবাগান গ্রামের দেলোয়ার ওরফে রাসেলের ছেলে মো. কাউছার (২৪) এবং কুমিল্লা জেলার তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মো. আবদুল কুদ্দুসের ছেলে মো. শরীফ (২০)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, গ্রেফতার ৪ জন পেশাদার অপরাধী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা মূলত বিআরটিসি ও সিআরবিগামী পথচারী, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি।

আরও খবর

Sponsered content

Powered by