চট্টগ্রাম

শেখ হাসিনার পতন, চবি ক্যাম্পাসে ছাত্রদলের আনন্দ মিছিল

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৪:২০:১৩ প্রিন্ট সংস্করণ

শেখ হাসিনার পতন, চবি ক্যাম্পাসে ছাত্রদলের আনন্দ মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শেখ হাসিনার পতন হওয়ার পরদিন তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে।

মঙ্গলবার (৬ আগস্ট) প্রথম প্রকাশ্যে মিছিল-সমাবেশ করে দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকা এই ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্ব কয়েক শ’ ছাত্রদল নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিল পরবর্তী সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আজ থেকে বাংলার আকাশ মুক্ত। মুক্তিযুদ্ধের পর আবারও এদেশ স্বাধীন হলো। স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশ গণতান্ত্রিক পরিবেশের দিকে হাঁটতে শুরু করল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এতদিন সন্ত্রাসীদের দখলে ছিল। আজ থেকে এই ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি স্মরণীয়। আজকের সূর্য নতুন সূর্য। ছাত্রজনতার তোপের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে এ দেশ মুক্ত হলো। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে। এই ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী সংগঠনের জায়গা হবে। ছাত্রদল তাদের প্রতিহত করবে।

আরও খবর

Sponsered content