ঢাকা

লবলং বাঁচাতে গাজীপুর সদরে নদী পরিব্রাজক দলের মানববন্ধন

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২২ , ৭:১৮:৪৪ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম শুভ, গাজীপুর সদর প্রতিনিধি:

ভাওয়াল ইতিহাসে লবলং সাগর খ্যাত মৃতপ্রায় লবনদহ নদীর দখল-দূষনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের গাজীপুর সদর উপজেলা কমিটির নদী প্রেমীগণ। সোমবার সকালে “আন্তর্জাতিক নদীকৃত দিবস” উপলক্ষে আয়োজিত মানববন্ধনে কমিটির সদস্যের পাশাপাশি স্থানীয় সচেতন মহল ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

নদী পরিব্রাজক দলের সদর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সময়ের শ্রোতে লবলং সাগর এখন লবনদহ নদী, যা এখন নদীর কোন বৈশিষ্ট্যও বহন করে না। বেশ কয়েকবছর ধরেই শ্রীপুর ও সদরের বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এতে তুরাগেও সম্প্রতি দূষণ বেড়েছে। জলজ প্রাণিসহ মাছের উপস্থিতি নেই বললেই চলে। তাছাড়া সীমানা নির্ধারনের অভাবে মানুষের নদীর ফোরশোর চলে যাচ্ছে শিল্পপতিদের দখলে। নদী ভূগর্ভস্থ পানি সহ পুরো বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা করে, তাই যেভাবেই হোক এ নদীকে বাঁচাতে হবে।

সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা. শওকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি নূরে আলম ও রাইসুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক আজিজ মিয়া, অর্থ সম্পাদক আইয়ুব খান, নদীপ্রেমী রেজাউল করিম, ফিরোজ মিয়া ও আরিফ গাজী প্রমূখ। সাইফুল ইসলাম, রাসেল শেখ, নাজমুল, আব্দুর রাজ্জাক, বাবুল, আশাদুল ব্যাপারি সহ মানববন্ধনে উল্লেখযোগ্য সংখক নদী প্রেমীসহ উপস্থিত ছিলেন নদীর উভয় পাড়ের বাসিন্দা।

আরও খবর

Sponsered content

Powered by