প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৬:৫৮:১৭ প্রিন্ট সংস্করণ
দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি দল বঙ্গভবনে গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় তারা বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলামের পক্ষে সাংবাদিকদের একটি গ্রুপে এ তথ্য জানান আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।
সেখানে বলা হয়েছে, তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন রয়েছেন।
আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে সেখানে বলা হয়েছে।