প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ৪:১৩:২৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে খুনি হাসিনা পদত্যাগ করে পালায়ন করায় বিজয় মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (৭ আগষ্ট) দুপুর দুইটার দিকে পনেরো বছর পর উলিপুর মসজিদুল হুদা কেন্দ্রীয় মসজিদের গেট থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়েতে ইসলাম বাংলাদেশের শত শত নেতা-কর্মী বিজয় মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
পরে পৌর শহরের চৌরাস্তার মোড়ে নেতা-কর্মীরা এসে মিলিত হন। সেখানে বিজয় মিছিলে পুরো এলাকা মুখোরিত করে তোলেন এবং সমাবেশ করেন। এ সময় শহরের কোন এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী জেলা শুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা আমীর মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতিবৃন্দ প্রমুখ।