আইন-আদালত

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছানের পদত্যাগ

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ২:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছানের পদত্যাগ
ছবি: সংগৃহীত

এবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

এর আগে, সকালে  অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগ পত্র জমা দেন। 

বুধবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ পদত্যাগ করেন।

গত সোমবার ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ শুরু করেছেন।

আরও খবর

Sponsered content