দেশজুড়ে

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নোবিপ্রবির শিক্ষার্থীরা

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ৭:১২:৪৯ প্রিন্ট সংস্করণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে নোবিপ্রবির শিক্ষার্থীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার নোয়াখালীর বাজার মনিটরিংয়ে বেরিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার নোয়াখালীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ এবং বিভিন্ন পরামর্শ দেন তারা।

বৃহস্পতিবার  (৮ আগস্ট) সকাল থেকে নোয়াখালীর পৌর কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা।

সরজমিনে দেখা যায়, এদিন নোয়াখালীর পৌর বাজারে বিভিন্ন কাঁচা বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। বাজারের আড়ৎদার, পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।

বাজার মনিটরিং করা নোবিপ্রবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী লাইলাতুল জান্নাত বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তির জায়গা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। তাই আমরা নোয়াখালীর পৌরবাজারে মনিটরিং এ যাই। এ সময়  আড়ৎ,পাইকারি এবং খুচরা বিক্রেতাদের সাথে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। বিক্রেতারা সীমিত মুনাফায় বিক্রি করবেন বলে আশ্বস্ত করেন। বাজারের ক্রেতাদের অতিরিক্ত মূল্যে দ্রব্য না কিনার জন্য বলি। এছাড়াও সঠিক দামে বিক্রি করায় কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করলে আমাদের জানানের জন্য বলি। ব্যবসায়ী,ক্রেতা এবং বিক্রেতারা এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে বলে জানান।’

এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা নোয়াখালী পৌর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন।

আরও খবর

Sponsered content